টেলিগ্রাম কি ভাবে খুলবো ?

how-to-open-telegram

টেলিগ্রাম খুলতে গেলে নিচের ধাপগুলো পর পর অনুসরণ করুন। কি ভাবে মোবাইল ও কম্পিউটারে খুলবেন সেই বিষয়ে একটি বিস্তারিত আলোচনা পয়েন্ট অনুসারে দেওয়া হলো।

মোবাইলে (Android বা iPhone):

1. Play Store (Android) বা App Store (iPhone)-এ যান।

2. সার্চ বারে গিয়ে লিখুন: Telegram।

3. অ্যাপটি খুঁজে পেলে Install বা Get বাটনে চাপ দিন।

4. ইন্সটল হওয়ার পর অ্যাপটি খুলুন।

5. এবার Start Messaging বা Start চাপুন।

6. আপনার মোবাইল নাম্বার দিন (দেশীয় কোড সহ, যেমন: বাংলাদেশ হলে +880)।

7. একটি ভেরিফিকেশন কোড আসবে SMS-এ বা Telegram-এ (যদি আগে একবার অ্যাকাউন্ট খুলে থাকেন)।

8. কোডটি দিয়ে ভেরিফাই করুন।

9. তারপর আপনার নাম ও প্রোফাইল ছবি দিন (ইচ্ছা হলে), এবং আপনি টেলিগ্রামে একাউন্ট তৈরি করে ফেলেছেন।

কম্পিউটারে:

1. ওয়েব ব্রাউজারে যান: https://web.telegram.org

2. বা Telegram Desktop অ্যাপ ডাউনলোড করুন: https://desktop.telegram.org

3. একইভাবে মোবাইল নাম্বার দিয়ে লগইন করুন।

Post a Comment

Previous Post Next Post