আমরা তো অনেকেই মোটরসাইকেল চালায় কিন্তু তার বিভিন্ন অংশ সম্বন্ধে জ্ঞান রাখি না। তাই আজ এই আর্টিকেলের মধ্যে মোটরসাইকেলের বিভিন্ন পার্টস বা যন্ত্রাংশের নাম বাংলা ও ইংরেজিতে নিচে দেওয়া হলো:
বাইরের অংশ (Exterior Parts):
1. হ্যান্ডেলবার (Handlebar)
2. হেডলাইট (Headlight)
3. টেললাইট (Taillight)
4. টার্ন সিগন্যাল/ইন্ডিকেটর (Turn Signal/Indicator)
5. সাইড মিরর (Side Mirror)
6. ফুয়েল ট্যাংক (Fuel Tank)
7. সিট (Seat)
8. চাকা (Wheel)
9. টায়ার (Tire)
10. ফেন্ডার (Fender)
ইঞ্জিন ও যান্ত্রিক অংশ (Engine & Mechanical Parts):
1. ইঞ্জিন (Engine)
2. কার্বুরেটর বা ফুয়েল ইনজেকশন (Carburetor or Fuel Injector)
3. সাইলেন্সার/এক্সহস্ট (Silencer/Exhaust)
4. গিয়ার বক্স (Gearbox)
5. চেইন ও স্প্রকেট (Chain & Sprocket)
6. ক্লাচ (Clutch)
7. কিক স্টার্ট/সেলফ স্টার্ট (Kick Start/Self Start)
কন্ট্রোল ও ব্রেকিং সিস্টেম (Control & Braking System):
1. ব্রেক লিভার ও প্যাডেল (Brake Lever & Pedal)
2. ক্লাচ লিভার (Clutch Lever)
3. গিয়ার শিফট লিভার (Gear Shift Lever)
4. থ্রটল (Throttle)
5. স্পিডোমিটার ও মিটার প্যানেল (Speedometer & Instrument Panel)
6. ব্রেক (ডিস্ক/ড্রাম) – (Disc/Drum Brake)
7. সাসপেনশন – ফ্রন্ট ও রিয়ার (Suspension – Front & Rear)
অন্যান্য অংশ:
1. ব্যাটারি (Battery)
2. হর্ন (Horn)
3. সাইড স্ট্যান্ড ও মেইন স্ট্যান্ড (Side Stand & Main Stand)
4. এয়ার ফিল্টার (Air Filter)
5. রেডিয়েটর (Radiator – য
দি লিকুইড কুলড হয়)
Post a Comment