আপনার ল্যাপটপ অন না হলে যে কাজ গুলো করবেন

what-to-do-if-your-laptop-suddenly-wont-turn-on

হঠাৎ ল্যাপটপ অন না হলে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন সমস্যা নির্ণয় ও সমাধানের জন্য:

১. পাওয়ার সাপ্লাই চেক করুন

চার্জার ঠিকভাবে সংযুক্ত আছে কি না দেখুন। চার্জার ও পাওয়ার কেবলে কোনো ক্ষতি বা ছেঁড়া আছে কি না যাচাই করুন। অন্য একটি পাওয়ার আউটলেট ব্যবহার করে দেখুন।

২. ব্যাটারি খুলে আবার লাগান (যদি রিমুভেবল হয়)

ব্যাটারি খুলে ল্যাপটপ শুধু চার্জার দিয়ে চালু করার চেষ্টা করুন। তারপর ব্যাটারি লাগিয়ে আবার চালু করে দেখুন।

৩. হার্ড রিসেট করুন

ল্যাপটপ বন্ধ থাকাকালীন, পাওয়ার বাটন ১৫-২০ সেকেন্ড ধরে চেপে ধরে রাখুন। এরপর আবার পাওয়ার অন করার চেষ্টা করুন।

৪. পাওয়ার ইন্ডিকেটর দেখুন

পাওয়ার লাইট (ইন্ডিকেটর) জ্বলছে কি না দেখুন। যদি একদমই আলো না আসে, পাওয়ার সাপ্লাই বা মাদারবোর্ডের সমস্যা হতে পারে।

৫. মনিটর বা ডিসপ্লে চেক করুন

ল্যাপটপ চলছে কিন্তু স্ক্রিন কালো থাকলে, বাইরের মনিটরের সাথে সংযোগ দিয়ে দেখুন। স্ক্রিনে ব্যাকলাইট আছে কি না সেটা লক্ষ্য করুন।

৬. হার্ডওয়্যার সমস্যার সম্ভাবনা

র‍্যাম, হার্ডডিস্ক বা অন্য হার্ডওয়্যার সমস্যা থাকলেও ল্যাপটপ অন নাও হতে পারে আর যদি কিছুই কাজ না করে, তাহলে নির্দিষ্ট সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া ভালো। 


Post a Comment

Previous Post Next Post